মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৩:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ছাত্রী উর্মী খাতুন (১২) নামে এক কিশোরীকে অপহরণের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে,যশোর সদরের জঙ্গলবাধাল খালঘাট পাড়া গ্রামের মোশারেফ হোসেন মোল্যার ছেলে রানা (২০)সহ অজ্ঞাত২/৩ জন।ওই গ্রামের মৃত আকরাম ধাবকের ছেলে গোলাম ধাবক বুধবার রাতে কোতয়ালি থানায় মামলা করে।
মামলায় উল্লেখ করেন, মেয়ে উর্মী খাতুন বানিয়ারগাতী দাখিল মাদ্রাসার ৫ম শ্রেনীতে লেখাপড়া করে। আসামী একই এলাকার। রানা উর্মি খাতুনকে কু- প্রস্তাব দেয় এবং বিভিন্ন খারাপ কথাবার্তা বলতে থাকে।রানার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় অপহরনসহ ক্ষতি করার সুযোগ খুজতে থাকে।গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ির পাশের উর্মি খাতুন দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়।বাড়ির সামনে পৌছালে রানাসহ অজ্ঞাত নামা ২/৩জন ২/৩ টি মোটর সাইকেল যোগে এসে উর্মী খাতুনকে বিভিন্ন প্রলোভন দিয়ে ফুসলিয়ে মোটর সাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় উর্মী খাতুনের মাতা রিনা বেগম দেখে মেয়েকে উদ্ধার করতে গেলে দ্রুত নিয়ে যায়। পরের দিন ২৮ অক্টোবর রাত ৮ টায় রানার বাড়ির সামনে হতে উর্মি খাতুনকে উদ্ধার করে। পরে উর্মি খাতুনের কাছ থেকে অপহরণের বিষয়টি জানতে পারে।
Leave a Reply