সোমবার, ০১ মার্চ ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোরে মাদক মামলায় ইসরাইল নামে এক ব্যক্তিকে দুই বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে একটি আদালত। বুধবার এক রায়ে যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ সাজা দিয়েছেন। ইসরাইল যশোর শহরের চঁচড়া রায়পাড়ার মৃত আব্দুল হামিদ কাজীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৭ সলের ১৮ ফেব্রুয়ারি চাঁচড়া ফাড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রায়পাড়া থেকে ইসরাইলকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে টিএসআই সরোয়ার হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২ বছর সশ্রম করাদন্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ইসরাইল পলাতক রয়েছে।
Leave a Reply