শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৩:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রেসক্লাব যশোরের সভাপতি,দৈনিক যশোরের সম্পাদক ও প্রকাশক জাহিদ হাসান টুকুন, ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যশোরের ভারপ্রাপ্ত সম্পাদক নূর ইসলাম এবং দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন ও ভারপ্রাপ্ত সম্পাদক আঞ্জুমানারাসহ সাতজনের নামে ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ করেছেন ক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল কবীর নান্টু ও সম্পাদক আহসান কবীর।
নেতৃবৃন্দ বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে জনৈক শিক্ষক জাকিয়া সুলতানা লাকি যশোরের সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিকদের বিরুদ্ধে এই মামলা দায়ের করে তাদের সম্মানহানির অপচেষ্টা করেছেন। নেতৃদ্বয় অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক এ মামলা প্রত্যাহারের দাবি জানান।
Leave a Reply