বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৮:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোর নাভারণ এলাকায় খুলনাগামী ৪নং ডাউন বেতনা ট্রেনে অভিযান চালিয়ে বিপুল হোসেন নামে এক যাত্রীকে তল্লাশী করে তার শরীরে বিশেষ কায়দায় রাখা ২ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় বিপুল হোসেন নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার অন্তর্গত দূর্গাপুর উত্তর পাড়ার মৃত মশিয়ার রহমানের ছেলে।
খুলনা রেলওয়ে থানা পাকশী রেলওয়ে জেলার এএসআই মাসুদ খাঁন জানান, সোমবার ৯ নভেম্বর সঙ্গীয় ফোর্সসহ খুলনা বেনাপোল- খুলনা এর মধ্যে চলাচলরত বেতনা ট্রেন ট্রেনে মাদক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করাকালে বেনাপোল হতে খুলনাগামী ৪নং ডাউন বেতনা ট্রেনটি বিকেল সোয়া ৫ টার পর নাভারণ রেলওয়ে ষ্টেশন ছাড়ার পর উক্ত ট্রেনের বগি নং ৫১১৫ এর ভিতরে থাকা যাত্রী বেশে একজন লোক দাড়ানো দেখে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদেদর এক পর্যায় সে স্বীকার করে তার কাছে বিশেষ কায়দায় পেটের নীচে ২ কেজি গাঁজা বাঁধা রয়েছে। ট্রেনে থাকা লোকজনের সহায়তায় তল্লাশী করে উক্ত গাঁজা উদ্ধার ও বিপুল হোসেনকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে খুলনা রেলওয়ে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ১০ নভেম্বর তাকে যশোর আমলী আদালতে চালান দেওয়া হয়েছে।
Leave a Reply