সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৫:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া সীমান্ত থেকে সাড়ে ১১ কেজি রূপা উদ্ধার করেছে বাঁগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা । এ সময় আলী হোসেন (৩৫) নামে একজন পাচারকারীকে আটক করেছে । সে সাতক্ষীরা জেলার কলারোয়ার উপজেলার তুলশীডাংগা গ্রামের আব্দুল খালেকের ছেলে ।
আজ রোববার (০৮ অক্টোবর) সকালে উপজেলার শার্শার জিবলীতলা এলাকা থেকে রুপা সহ আলী হোসেনকে করা হয়।
শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার বিশ্বাস জানান,চোরাকারবারীরা ভারত থেকে রুপার একটি চালান এনে বাঁগআচড়ার জিবলীতলা এলাকায় অবস্থান করছে, এমন সংবাদে ভিত্তিতে পুলিশের একটি টহলদল অভিযান চালিয়ে আলী হোসেনকে রুপাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। উদ্বারকৃত রুপার ওজন সাড়ে ১১ কেজি । যার মূল্য প্রায় ১১ লাখ টাকা।
উদ্ধার করা রুপা জমা দেওয়া দেয়া হয়েছে, ও এস আই আনোয়ার আজিমকে বাদি করে মামলা দেয়া হয়েছে বলে জানান ইন্সপেক্টর উত্তম কুমার বিশ্বাস।
Leave a Reply