মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে শায়লা খাতুন (১৮) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে যশোর২৫০শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে বাড়ির লোকজন। সে যশোর সদরের কচুয়া গ্রামে শাহজাহান আলীর মেয়ে। ও রূপদিয়াা ডিগ্রি কলেজের ছাত্রী।
স্বজনরা জানায় শনিবার শায়লাকে রেখে সদরের ঘোড়া গাছা গ্রামে স্বজনের লাশ দাফন করতে যায়। বাড়িতে ফিরে শায়লা আড়ার সাথে ঝুলান্ত অবস্থায় দেখে। এ সময় তারা শায়লাকে উদ্ধার করে যশোর২৫০শয্যা জেনারেল হাসপাতালে নেয়। জরুরী বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করে। বলেন হাসপাতালে আনার আগে তার মৃত্যু ঘটেছে। যশোর কোতোয়ালি থানার এসআই জাহিদুর রহমান জানান,এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply