শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০১:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মহাকবি মাইকেল মধুসূদন স্মৃতি সংসদ এর উদ্যোগে ৬ নভেম্বর শুক্রবার বিকালে সাগরদাঁড়ী হাইস্কুল প্রাঙ্গনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হয়।
২নং সাগরদাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সবুর শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের সনামধন্য প্রতিষ্ঠান মোস্তাক ইলেকট্রিক এর সত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো: মোস্তাক আহমেদ ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী, নেহালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, সাগড়দাড়ী টি এসসি কলেজ এর ম্যানেজার ইদ্রিস আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গফফার মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরিজুল ইসলাম প্রমুখ।
মহাকবি মাইকেল মধুসূদন স্মৃতি সংসদ এর সভাপতি মামুন সিকদার ও সাধারন সম্পাদক আব্দুল আলিম শেখ জানিয়েছেন ১৬ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করবেন যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।
Leave a Reply