সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৬:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর চৌগাছায় শিশু ধর্ষণের ঘটনায় শিশুর বাবা বৃহস্পতিবার চৌগাছায় থানায় মামলাকরে। আসামি করা হয়েছে চৌগাছার তিলকপুর গ্রামের মোহাম্মদ আমজেদ আলীর ছেলে এনায়েত আলী।
মামলায় উল্লেখ করা হয়, ওই শিশুর জিনের আছর আছে বলে তার পরিবারের লোকজন মঙ্গলবার এনায়েতের কাছে নিয়ে যায়। চৌগাছার ইন্দ্রপুর মানিক শাহ পীরের দরবারে নিয়ে যায় ওই শিশুকে। রাত ৮টার দিকে পীরের দরবারের পাশে পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করে।পরে বিষয়টি শিশুর পরিবার জানতে পেরে থানায় অভিযোগ দেয়। পুলিশ অভিযোগটি রেকর্ড করেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম শিশু ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ডের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply