শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৭:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: আমেরিকার মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম রবিউল ইসলাম রাজু করোনায় আক্রান্ত হয়েছেন।করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি নিজের বাসাতে আইসোলেশনে আছেন।
পারিবারিক সুত্র জানায় যশোর সদরের রহিমপুর গ্রামের মৃত:আমির হোসেনের ছেলে এম রবিউল ইসলাম রাজু আমেরিকার মেট্রো ওয়াশিংটনের বসবাস করেন।তবে বিদেশে বসবাস করলেও দেশের জন্যে ও দেশের মানুষের পাশেথেকে কাজ করতে না পারলেও সাহয্য সহযোগীতা করতে কখনও থেমে থাকেনি।করোনায় আক্রান্ত এম রবিউল ইসলাম রাজু,আক্রান্ত হয়েছে তার বোন ও দুলাভাই।রোগ মুক্তির জন্যে সকলের কাছে বিনয়ের সাথে দোয়া চেয়েছেন।
Leave a Reply