শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০১:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নিরাপত্তা প্রহরী থাকা সত্বেও যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি বাংলালিংক এর টাওয়ারের বিটিএস রুম থেকে ২লাখ ৪০ হাজার টাকা মূল্যের ব্যাটারী চুরি হয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হলেও পুলিশ চুরির সাথে জড়িত কাউকে সনাক্ত ও চুরি যাওয়া ব্যাটারী উদ্ধার করতে পারেনি।
যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মৃত ফয়েজ আলী দফাদারের ছেলে আবু তালেব জানান, সে চুড়ামনকাঠিস্থ বাংলালিংক এর টাওয়ারে পিমা সিকিউরিটি কোম্পানীর নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত। গত ৩১ অক্টোবর রাত ১ টা ৪০ মিনিটে টাওয়ারের চারপাশ দেখে টাওয়ারের ভিতরে বিশ্রামের জায়গায় বসে থাকাকালে রাত ২ টা ১০ মিনিটে হঠাৎ শব্দ শুনে টাওয়ারের বিটিএস রুমের নিকট যাই। সেখানে গিয়ে দেখে বিটিএস রুমের মধ্যে থাকা টাওয়ারের কাজে ব্যবহৃত ২টি র্যাক হতে ৪৮পিস নারাদা কোম্পানীর ২ ভোল্ট ৩শ’ এমপিআর ব্যাটারী নাই। বাইরের দিকে তাকিয়ে দেখেন একটি অজ্ঞাত নাম্বারের পিকআপে উক্ত ব্যাটারী উঠানোকালে ডাক চিৎকার দিলে পিকআপ গাড়ী পিকআপ নিয়ে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি তৎক্ষনিক সুপার ভাইজারকে অবহিত করেন। ১ নভেম্বর রাক সোয়া ৮ টায় কোতয়ালী মডেল থানায় মামলা করেন।
Leave a Reply