শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০১:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাড়ির সামনে ইজিবাইক রেখে দুপুরের খাবার শেষে ফিরে এসে দেখেন ইজিবাইকটি নেই। কে বা কারা সেটি চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসিজদ এলাকায়।
ওই এলাকার আকরাম হোসেনের ছেলে সিরাজুল ইসলাম অভিযোগ করেছেন, তিনি শংকরপুর এলাকার মনু মোল্লার ছেলে ফিরোজ আহমেদের একটি ইজিবাইক ভাড়া নিয়ে চালিয়ে থাকেন। প্রতিদিনের মতো শনিবার দুপুর তিনটার দিকে বাড়ির সামনে ইজিবাইকটি রেখে ভেতরে দুপুরের খাবারের জন্য। আধাঘন্টা পর ফিরে এসে দেখেন ইজিবাইকটি নেই। কে বা কারা সেটি চুরি করে নিয়ে গেছে। তিনি অনেক স্থানে খুঁজেও ইজিবাইকের সন্ধান করতে না পেরে শনিবার সন্ধ্যার পর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেন।
Leave a Reply