সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩২ অপরাহ্ন
ভাষার সন্মান
সাবিদুর রেজা খান
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারী
আমি তোমাকে ভালোবাসি
আমার প্রাণের চেয়েও বেশি।
আমরা ভাষার জন্য লড়াই করেছি ,
আরও লড়াই করবো ।
রফিক, শফিক,সালাম, ররকতসহ,
অনেকে জীবণ দিয়েছে ।
প্রয়োজন হলে আমিও জীবণ দেবো,
বাংলা ভাষার সন্মান রক্ষা করতে।
\
সাবিদুর রেজা খান
যশোর জিলা স্কুল
৪র্থ শ্রেণি(দিবা)
খ-শাখা
রোল:১২
Leave a Reply