দিনাজপুর প্রতিনিধিঃ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) দিনাজপুর এর উদ্যোগে ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনাজপুর পৌরসভার প্রতিকী মেয়র হিসেবে ১ ঘন্টার দায়িত্ব পালন করলেন এনসিটিএফ দিনাজপুরের সভাপতি জিনিয়া আক্তার সুইটি।
১ঘন্টার মেয়র জিনিয়া আক্তার সুইটি দায়িত্ব পালনকালে পৌরসভায় সেবা গ্রহণ কারিদের উদ্দ্যেশ্যে বলেন, আমার মেয়র হিসেবে স্বপ্ন দিনাজপুর পৌর শহরটি মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা, শিশু-বান্ধব পরিবেশ সম্পন্ন পৌর এলাকা ও নারী-বান্ধব পৌর এলাকা গঠনে বিশেষ ভূমিকা পাল করতে চাই। ছিন্নমূল ও পথশিশুদের জন্য নিরাপদ স্থান তৈরি করতে সকলের সহযোগিতা নিয়ে একটি সু-সজ্জ্বিত সুন্দর পৌর শহর গঠন করা এবং ১৮ বছরের নিচে শিশুরা বাল্য বিবাহের শিকার হচ্ছে, জাতি আজ ধংসের মূখের সম্মুখীন, তাই বাল্য বিবাহ মুক্ত শহর গঠন করা।
১ঘন্টার প্রতিকী মেয়রের দায়িত্ব হতে অব্যাহতি শেষে পুনরায় মেয়রের দায়িত্ব গ্রহণের পর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এনসিটিএফ’র সদস্যদের উদ্যোশ্যে বলেন, আমি আপনাদের কাছে কথা দিচ্ছি আগামী কিছু দিনের মধ্যে দিনাজপুর শিশু পার্কটিকে একটি আধুনিক শিশুপার্ক হিসেবে গড়ে তুলার জন্য কাজ করে যাবো, শহরটি শিশু ও নারী বান্ধব পরিবেশ এবং আলোকিত পরিবেশে ফিরিয়ে আনতে পৌর পরিষদ কাজ করে যাচ্ছে। ইতি মধ্যে সরকার পৌরসভায় ৩শত কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন বিভিন্ন উন্নয়ন কাজের জন্য। তাই আগামীতে আমার প্রধান লক্ষ শহরটির পানি নিস্কাষনের ব্যবস্থা করার লক্ষে ৫০টি মাস্টার ড্রেন অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে নকশা প্রেরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ দিনাজপুরের ভলেন্টিয়ার এস এম আহনাফ জাওয়াদ আদিব, কবিতা দাস, সদস্য ফারুক হোসেন, মোমিনুল ইসলাম, ফাহমিদা, আসমাউল হুসনা, মোঃ সিয়াম শাহরিয়ার, সৈয়দা জারিন তাসনিম ঐশী, সৈয়দ ইয়াসিন আলম, সমাজ কর্মী মকিদ হয়দার শিপন, মোঃ মোসাদ্দেক হোসেন, ফটো সাংবাদিক মোঃ ইউসুফ আলী, মোঃ নুর ইসলাম প্রমূখ।
Leave a Reply