সোমবার, ০৮ মার্চ ২০২১, ১০:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোর শহরের মুজিব সড়কের একটি বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা দু’সহোদরকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে আহতদের অভিযোগ। এ ব্যাপারে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আহতরা হলেন বেনজির আহমেদ সাগর (৩৫) ও তানভির আহমেদ সোহাগ (৩০)। তারা শহরের মুজিব সড়কের বাসিন্দা অ্যাডভোকেট আব্দুর রহমানের ছেলে।
লিখিত অভিযোগে বেনজির আহমেদ সাগর বলেন, পূর্ব শ্রত্রুতার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশি আশরাফুজ্জামান ইমনের ১০/১২ জন তাদের বাড়িতে প্রবেশ করে। এরপর তার নির্দেশে রেলগেটের সেলিম ও খড়কি হাজামপাড়ার বাহাদুরসহ অন্যরা লোহার রড দিয়ে পিটিয়ে তাদের দুইভাইকে পিটিয়ে মারাত্মক জখম করে। ভাংচুর চালায় ঘরের আসবাবপত্র। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এল হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।
কোতয়ালি থানার পুলিশ জানিয়েছে, মারপিটের ঘটনায় তারা একটি অভিযোগ পেয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply