রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর সদরের হামিদপুর দা:আ: দা:মাদ্রাসায় বিভিন্ন কর্মসুচী পালনের মধ্যদিয়ে মহান মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যেছিল সকল ভাষা শহীদদের স্মরণে কবিতা আবৃত্তি,আলোচনা সভা,দোয়া,র্যালি।
বৃহস্পতিবার সকালে হামিদপুর দা:আ: দা:মাদ্রাসায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় উত্তোলন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসা প্রধান এইচএকেএম মঈনুদ্দীন,জহীর উদ্দীন,আবিদুর রেজা খান, মাও: মঈনুদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য শওকত অলি, শেখ ইকবাল আহমেদ,মেসবাহুর রহমান,হারিস উদ্দীন,আকতারুজামান,রমজান আলি,মিজানুর রহমান,শাহানাজ পারভীন,শরিফা ইয়াসমিন,আফরোজা খাতুন,নুরজাহান ও নাজমা খাতুন প্রমুখ। এ সময় আবিদুর রেজা খান একুশের একটি কবিতা পাঠ করেন।
পরে সকল ভাষা শহীদদের স্মরণে বিশেষ মুনাজাত করা হয়। শিক্ষক, শিক্ষিকাসহ শিক্ষার্থীদের সাথে নিয়ে র্যালি মাদ্রাসা থেকে বের করা হয়। র্যালিটি হামিদপুর বাজার প্রদক্ষিন করে মাদ্রাসা মাঠে শেষ হয়।
Leave a Reply