শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৬:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার ১২টা এক মিনিট ২১ এর প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে সালাম,রফিক, জব্বার ও বরকত সহ সকল ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা প্রশাসন,জেলা পুলিশ,যশোর পৌরসভা,জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা জানানো শুরু করে। বুধবার রাত ১১টার পর থেকে যশোরের সকল স্তরের মানুষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসতে থাকে।
প্রথমে যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পুলিশ,পৌরসভা,জেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,মহিলা লীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ,প্রেসক্লাব যশোর,যশোর সংবাদপত্র পরিষদ,সাংবাদিক ইউনিয়ন যশোর,যশোর সাংবাদিক ইউনিয়ন,যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন,যশোর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন,উদীচী যশোর,বিবর্তন যশোর,চাঁদের হাটসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পাশাপাশি যশোরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় মহান মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
Leave a Reply