সোমবার, ০৮ মার্চ ২০২১, ০২:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : পূর্ব শত্রুতার জেরে যশোর শহরের বেজপাড়া পূজা মন্দিরে স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে এক যুবক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৮টায়। আহত সনজিৎ কুমার ষষ্টিতলা এলাকার হারান কুমারের ছেলে। স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতের স্ত্রী মরজিনা জানান, স্বামীর সাথে বেজপাড়া পূজামন্ডপে যাওয়ার পর বিহারি কলোনি এলাকার খালেকের ছেলে ডলার তাদের পিছু নেয়। এরমধ্যে হঠাৎ সনজিতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ডলার। তিনি আরও জানান, দেড় বছর আগে ডলার একটি মেয়েকে নিয়ে ষষ্টিতলা এলাকায় যাওয়ার পর এলাকাবাসীর তোপের মুখে পড়ে। সেসময় সনজিৎ ডলারের বিপক্ষে অবস্থান নেন। সেই শত্রুতার জেরে সনজিৎ ছুরিকাঘাতের শিকার হয়েছেন বলে জানান মরজিনা। কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত তাসমীম আলম সাংবাদিকদের বলেন এরকম ঘটনা আমার জানা নেই। এধরনের কোন অভিযোগ নিয়ে আমাদের কাছে কেউ আসেনাই।
Leave a Reply