মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ পূর্বাহ্ন
মেসবাহুর রহমান: ছয়টি শর্তবলি যার মধ্যে থাকবে সে এক জন কামিল অলি হবে।১।কামেল মর্শেদকে সহিহ আকিদার অধিকারী হওয়া এবং তাকওয়ার সর্বোচ্চ মাকামে অধিষ্টিত হওয়া দরকার। যেমন আল্লাহ তায়ালা ইরশাদ করেন যারা ইমান আনে এবং তাকওয়ার পরহেযগারি বজায় রাখে।২।আল্লাহর কিতাব ওসূন্নাহর জ্ঞানে জ্ঞানি হওয়া।তার অনুসারিগণ প্রশ্ন করলে যেন জবাব পায়।আল্লাহ তায়ালা ইরশাদ করেন,তোমরা আহলুয যিকর তথা জ্ঞানি লোকদেরকে জিজ্ঞেস কর যদি তোমরা না জানো”। নিশ্চয় আল্লাহকে তার আলেম বান্দারাই অধিক ভয় করে”।৩।তার মাঝে ন্যায়পরায়ন,তাকে হতে হবে কবিরা গুনাহ হতে সম্পূর্ণ মুক্ত,সগিরা গুনাহ তার দ্বারা বারবার সংগঠিত হবে না।৪।তাকে হতে হবে আখেরাতের প্রতি উম্মুক,দুনিয়ার প্রতি বিমুখ,নেক কাজ ওযিকিরে সদা মশগুল।৫।তাকে হতে হবে সৎ কাজের আদেশদাতা এবং অসৎ কাজের নিষেধকারী।৬।কামিল মুর্শেদের সোহবত প্রাপ্ত হওয়া।দীর্ঘ সময় তাদের সাথে আদব সহকারে অব্স্হান করা,যেমন একজন অলি আর একজন অলির সোহবত নেয়া জরুরি।
Leave a Reply