শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১২:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :যশোরের বাঘারপাড়ায় মাদ্রাসাছাত্রী জয়নাব ধর্ষণ করে হত্যা মামলায় মজিবুল ইসলামকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মজিবুল যশোর সদর উপজেলার চাঁনপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই নবুয়াত হোসেন। চার্জশিটে অভিযুক্ত মজিবুলকে আটক দেখানো হয়েছে। একই সাথে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইমরানকে এ মামলা থেকে অব্যহতির আবেদন করা হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, নিহত জয়নাব নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের জিয়াউর শেখের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেণিতে পড়তেন। জয়নাবের দুলাভাই আসাদুজ্জামান যশোর সদর উপজেলার চাঁনপাড়া গ্রামের একটি মসজিদে ইমামতি করেন এবং মসজিদের কোয়ার্টারে থাকেন। ওই কোয়ার্টারের পাশেই মজিবুল ইসলামের বাড়ি। দুলাভাইয়ের কোয়ার্টারে বেড়াতে আসে জয়নাব। এরপর মজিবুল ইসলামের সাথে জয়নাবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালের ৩ নভেম্বর জয়নাবকে আর খুজে পাওয়া যায়না। বিষয়টি তার দুলাভাই আসাদুজ্জামান জানতে পেরে মুজিবুলের বাড়ি ও মাদরাসায় খোঁজ নিয়ে জানতে পারে তাকেও পাওয়া যাচ্ছে না।এরপর ৫ নভেম্বর বাঘারপাড়ার ভাঙ্গুড়ার একটি ঘেরের মধ্যথেকে জয়নাবের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জয়নাবের পিতা নড়াইল মির্জাপুর গ্রামের জিয়াউর শেখ বাদী হয়ে বাঘাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামির দেয়া জবানবন্দি স্বাক্ষীদের বক্তব্যে হত্যা ও ধর্ষণের জড়িত থাকায় মজিবুলকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
Leave a Reply