সোমবার, ০১ মার্চ ২০২১, ১০:৩৩ পূর্বাহ্ন
কেলি চৌধুরী,খাগড়াছড়ি প্রতিনিধি : দুর্গা পুজোর সূচনা হয়েছিল বহু প্রাচীন কালেই । দুর্গার পুজো শুরুর যথার্থ নথি না পাওয়া গেলেও, বৈদিক সাহিত্যে দুর্গার পরিচয় আছে। অনেকেরই মতে, সম্ভবত মোঘল আমল থেকেই ধনী পরিবারগুলিতে দুর্গা পুজো করা হত। ইতিহাস বলছে দেবীর পুজো সম্ভবত ১৫০০ শতকের শেষ দিকে প্রথম শুরু হয়। ধারনাকরা হয় দিনাজপুর- মালদার জমিদার স্বপ্নাদেশের পর প্রথম পারিবারিক দুর্গা পুজো শুরু করেছিলেন। তবে এই দুর্গার রূপ ছিল অন্যরকম। লোককথা মতে আদি দুর্গার চোখ গোলাকার ও উজ্জ্বল এবং দেবী সাদা বাঘ ও সবুজ সিংহের উপর বিরাজ করেন।
আজ ২৪ অক্টোবর শনিবার দীঘিনালা উপজেলার সব পুজা মন্ডপে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আর্থিক সহযোগীতা পৌঁছে দেয় খাগড়াছড়ি ২৯৮নং সংসদ সদস্য এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার সহধর্মিণী মিস মল্লিকা ত্রিপুরা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সিমা দেওয়ান।মটিরাঙ্গা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান শুচি, সুনীল দেবী চাকমা ও বিউটি বড়ুয়া সহ অন্যান্য নারী নেত্রী বৃন্দ।
Leave a Reply