মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৪:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : র্যাব-৬,যশোর ক্যাম্পের সদস্যরা মনিরামপুরের ডাকুরিয়া রোডের উত্তর পাশের্ তাজমুলের পোল্ট্রি মুরগির দোকানে অভিযান চালায়। এ সময় তাজমুল হোসেনকে আটক করে। সে যশোর সদরের সিরাজ সিংগা গ্রামের মৃত আবু বক্কর গাজীর ছেলে। মুরগির দোকানে তল্লাশী করে অবৈধ ধারোলো অস্ত্র, মোবাইল সেট উদ্ধার করে।
র্যাব-৬,শুক্রবার দুপুরে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল মনিরামপুরের ডাকুরিয়া রোডের উত্তর পাশের্ তাজমুলের পোল্ট্রি মুরগির দোকানে অভিযান
পরিচালনা করা হয়। এ সময় তাজমুল হোসনকে আটক করা হয়। তার দোকানে তল্লাশী করে
প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা দেশীয় তৈরী দুইটি হাসুয়া, একটি কুড়াল ও মোবাইল সেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে মনিরামপুর থানায় মামলা করা হয়।
Leave a Reply