মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:৩৮ পূর্বাহ্ন
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন মঙ্গলবার সকাল ৯ থেকে বিকাল ৫ পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্ব্িদ্বতা করেছেন চশমা প্রতীক নিয়ে রবিউল ইসলাম সোহাগ, উড়োজাহাজ প্রতীক নিয়ে ফয়সালে ইবনে আজিজ ও টিউবওয়েল প্রতীক নিয়ে উত্তম কুমার রায়।
জেলা নির্বাচন সুত্রে জানা গেছে, ৩ লাখ ৬৪ হাজার ৫০৩ জন ভোটার রয়েছেন। যারা ১২৮টি কেন্দ্রে ভোট দেবেন। ভোট পরিচালনার জন্য প্রিজাইটিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সদস্য,বিজিবি,জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সে নির্বাচনের মাঠে সার্বক্ষণিক কাজ করেন।
দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে চশমা প্রতীক নিয়ে রবিউল ইসলাম সোহাগ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। তার প্রাপ্তভোটের সংখ্যা ৫২,৪২২, টিউবওয়েল-১৫,১৬৯,উড়োজাহাজ -১২,৮৫২।
Leave a Reply