মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৪:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোর শহরের শংকরপুর এলাকায় দুই ভাই ছুরিকাঘাতে জখমের ঘটনায় চাঁচড়া রায়পাড়া তুলোতলা এলাকার মাসুদ পারভেজ বাদি হয়ে কোতয়ালি থানায় মামলা করেছে।
আসামীরা হচ্ছে শংকরপুর গোলপাতা মসজিদের পাশের হারুনের ছেলে মামুন , একই এলাকার আল-আমিন, চাঁচড়া রায়পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে জয় এবং শংকরপুর ছোটনের মোড়ের সাদ্দাম।
মামলায় উল্লেখ করা হয়েছে তার ভাই সোহেল (২২), খালাতো ভাই রকি (২০) এবং সোহেলের শ্বশুর আয়নাল হোসেন গত ১৮ অক্টোবর রাত পৌনে নয়টার দিকে পাশের বাড়ি থেকে বের হওয়ার সময় অসাবধানবসত আসামি জয়ের সাথে ধাক্কা লাগে। এ সময় সোহেলকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে রাত নয়টার দিকে সেখানে গিয়ে আসামিরা সোহেলকে ছুরিকাঘাত করে। এ সময় রকি ঠেকাতে গেলে তাকেও মারপিটে জখম করে। সংবাদ পেয়ে রকির স্ত্রী মিতুসহ বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদেরকেও হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে সোহেল ও রকিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply