বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে ইবাদত হোসেন বাবু ওরফে ছোটবাবু (২৬) নামে এক মাদক ব্যাবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সে শহরের সষ্টিতলা এলাকার বাচ্চু ড্রাভারের ছেলে। মঙ্গলবার গভীর রাতে শাশা উপজেলার উলাসী গ্রামে বন্দুকযুদ্ধে নিহত হয়। বুধবার ভোরে পুলিশ গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ সময় গাঁজা,ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করে। পুলিশের দাবি,মাদক কারবারীর দুই গ্রুপের মধ্যে গুলাগুলিতে তার মৃত্যু ঘটেছে।
শার্শা থানার এসআই আবুল হাসান জানান,মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কুঁচেমোড়া এলাকায় গোলাগুলির হচ্ছে এ সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরে ওই লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা,একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। নিহতের ভাই সবুজ ও সাগর বুধবার সকালে হাসপাতালের মর্গে যায় এবং লাশের পরিচয় নিশ্চিত করেন।
Leave a Reply