শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ন
রাজধানীর হাজারীবাগের এলাকার একটি বাসা থেকে সীমা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছে।
রোববার দুপুরে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে শনিবার রাতে হাজারীবাগের বউবাজার রানা বেকারি গলির ৫৩/৩ এর নম্বর দোতলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যদেহে, নাক দিয়ে হালকা রক্ত ও মুখে ফ্যানা দেখা গেছে। সীমার বুক-পেটে ও পিঠে চামড়ায় ছোপ ছোপ রক্ত জমাট বাধা, দুই হাতের আঙুলে ও নখে কালচে দাগ আছে।
তিনি জানান, স্বামী ও এক ছেলে ও দুই মেয়ে নিয়ে ১৫ দিন আগে ওই বাসায় ভাড়া উঠেন ওই নারী। ঘটনার পর থেকে স্বামী ও সন্তান কাউকেই ওই বাসায় পাওয়া যায়নি। বাসায় কোনো মালামালও পাওয়া যায়নি। তার স্বামী একজন রিকশাচালক। তার স্বামীর নাম বাশিউর রহমান বলে জানতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীর স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে সন্তানদের নিয়ে পালিয়ে গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply