বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৯:৩১ অপরাহ্ন
রোমান, মাদারীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মাদারীপুর জেলা পুলিশের দিক-নির্দেশনায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কালকিনি উপজেলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিট এলাকা ভিত্তিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় কালকিনি থানা পুলিশের তত্বাবধানে কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময়ে দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারী সহিংসতার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেন প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (আপরাধ ও প্রশাসন) আব্দুল হান্নান।
এসময়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান, এস.আই মো: আল-ইমরান,এ.এস.আই লব কুমার সাহা,এ.এস.আই জাকির,এ.এস.আই জিয়া, ওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন,চায়না খানম,জামাল চৌকিদার,,মো: রিফাত হাওলাদার প্রমুখ।
এই বিষয়ে কালকিনি থানার অফিসার ইনর্চাজ জানান, কালকিনি থানা এলাকায় ১৩টি বিট এলাকায় পৃথক ভাবে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply