মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে ইজাজুল ইসলাম বাপ্পী নামের এক কারারক্ষীর ছেলে প্রায় দেড় মাস ধরে নিখোঁজ হয়। এ ব্যাপারে কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মনিরুজ্জামান যশোর কোতয়ালি থানায় জিডি করেন।
নিখোঁজের পরিবার মঙ্গলবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে ইজাজুল ইসলাম বাপ্পী যশোর রাজারহাট রামনগর ইসলামী মাদ্রাসায় লেখাপড়া করত। গত ৮ জানুয়ারি শহরের বাবলাতলা বাসা থেকে সে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। কিন্তু বাপ্পি মাদ্রাসায় যায়নি। আত্মীয়-স্বজনসহ বিভিন স্থানে
খবর নেয়া হয়। কিন্তু তার সন্ধান না পেয়ে গত ১০ জানুয়ারি তিনি যশোর কোতোয়ালি থানায় একটি জিডি করেন।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়েছে নিখোঁজ হওয়ার সময় বাপ্পির পরনে মিষ্টি কালারের একটি পাঞ্জাবি ও পায়জামা। চোখে চশমা,তার উচ্চতা আনুমানিক ৫ ফুট, মাথার চুল কালো ও ছোট,মুখমন্ডল গোলাকার,গায়ের রং শ্যামলা পরিষ্কার।
Leave a Reply