সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার সকালে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক এ্যান্ড টাইগার জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
যশোর মিউনিসিপাল প্রিপারেটরি স্কুল টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারীত ৫০ ওভারের মধ্যে ৩০ ওভারে সব উইকেট হারিয়ে ১৮০ রান করে।
জবাবে যশোর শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজ ১ উইকেট হারিয়ে ১৫ ওভারে ১৮২ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হুসাইন শওকত। এসময় বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক কর্মকর্তা আব্দুর রাফি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম আক্তারুজ্জামান প্রমুখ।
Leave a Reply