শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:২৯ অপরাহ্ন
জয় ডেক্স: বগুড়ার আদমদীঘি উপজেলার একটি সরকারি পাট ক্রয় কেন্দ্রের আওতাধীন ২ একর ৩৮ শতক জমি ও জমির উপরিস্থিত ভবন এবং গাছপালা সহ ৬৪ লক্ষাধিক টাকার সম্পত্তি বিনা টেন্ডারে সাবেক পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত অভিপ্রায়ে বগুড়ার জাহানারা রশিদ নামের এক গৃহবধুর নামে বিক্রি করার দায়ে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় চার্জশিট দাখিল করেছে দুদক। দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক আমিনুল ইসলাম দন্ডবিধি ৪০৯ / ৪২০ ও ৪৭ এর দুর্নিতি বিরোধি আইনের ৫ (২) ধারায় এই চার্জশিট দাখিল করেন।
চার্জশিট সুত্রে জানা যায় , এই মামলার আসামী সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও বগুড়া শহরের কাটনার পাড়া নিবাসি মৃত হারুনুর রশিদের স্ত্রী জাহানারা রশিদ পরষ্পরের পুর্ব পরিচিত হওয়ায় সরকারি সম্পত্তি বিক্রয় বিধিমালা লংঘন করে বিনা টেন্ডারে শুধুমাত্র লিখিত আবেদনের প্রেক্ষিতে সম্পত্তিটি স্থায়ীভাবে ২৩ লাখ টাকায় হস্তান্তর করে। এতে সরকার ৪০ লাখ ৬৯ হাজার টাকার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
সুত্র:সকালের সময়
Leave a Reply