শনিবার, ০৬ মার্চ ২০২১, ১২:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : গৃহবধূ সোনিয়া খাতুন (২১)কে আত্মহত্যার প্ররোচনা অভিযোগে জামাতাসহ তিনজনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে,যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের সালাম মোল্যার ছেলে রাকিবুল ইসলাম,মৃত আখের আলী মোল্যার ছেলে সালাম মোল্যা ও সালাম মোল্যার স্ত্রী মোছা আবেদা বেগম। ঘটনাটি যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের।
খুলনা কেএমপির সোনাডাঙ্গা থানার বানরগাতী হাজী ইসমাইল কলোনী কাশেমাবাদ লেন এলাকার মৃত আব্দুল ওয়াহিদ এর ছেলে আবুল কালাম বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় ১২ অক্টোবর মামলা দায়ের করেন। তিনি মামলায় বলেছেন,তার মেয়ে সোনিয়া খাতুন (২১) এর সাথে রাকিবুল ইসলামের প্রেমের সম্পর্কে গত ১৬ জুন বিয়ে করে। বিয়ের পর রাকিবুল ইসলামের মা বাবা সোনিয়া খাতুনকে ছেলের বউ হিসেবে মেনে না নেওয়ায় রাকিবুল হাসান সোনিয়াকে নিয়ে কখনও নিজের বাড়িতে আবার কখনও শ^শুর বাড়িতে বসবাস করে। রাকিবুল ইসলাম সোনিয়াকে তার মা বাবার প্ররোচনায় আত্মহত্যার প্ররোচনা করে। গত ১১ অক্টোবর রাত সোয়া ৮ টায় সোনিয়া খাতুন স্বামীর বাড়িতে পরনের ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply