বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৭:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোর সদরের হামিদপুর মধ্যপাড়া এলাকার এক ভ্যান চালকের স্ত্রী (২৬)কে কু-প্রস্তাবের এক পর্যায় জাপটে ধরে যৌন নির্যাতনের চেষ্টা করে। এ অভিযোগে ওই গৃহবধূ বাদি হয়ে লম্পট টনি ও তার ভাই বনির বিরুদ্ধে বুধবার রাতে কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়েছে তার স্বামী ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে বড়ির পাশের বাসিন্দা খোকন মোল্যার ছেলে টনি’র বসবাস। টনি র্দীঘদিন যাবত উত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছে। গৃহবধূ প্রস্তাব প্রত্যাখান করায় তাকে ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। গত ১২ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় গৃহবধূর স্বামী ও শাশুড়ী বাড়িতে না থাকার সুযোগে লম্পট টনি কৌশলে ঘরে ঢুকে পিছন থেকে জাপটে ধরে কু-প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হলে গৃহবধূর শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী ঘটায়। গৃহবধূ চিৎকার দিলে লম্পট টনি দৌড়ে পালিয়ে যায়। ওই দিন বেলা ১১ টায় উক্ত লম্পট পুনরায় গৃহবধূর ঘরে ঢুকে বিষয়টি কাউকে কিছু না বলার জন্য হুমকী ধামকী দেয়। গৃহবধূ বিষয়টি ফাঁস করে দেওয়ার কথা বললে টনি ও তার ভাই বনি মিলে গৃহবধূকে এলোপাতাড়ীভাবে ঘুষিসহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে আহত করে। এ সময় খাটের নীচে বিছানার তলে রাখা নগদ ১৫ হাজার টাকা নিয়ে পরে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply