বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০৭:০৮ অপরাহ্ন
জয় ডেক্স: র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনার চত্বর ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশেও র্যাবের কড়া টহল থাকবে।
একুশে ফেব্রুয়ারির দিন দুপুরের মধ্যে আমরা দায়িত্ব শেষ করতে চাই। যদি দুপুরের পরেও আমরা মনে করি আরও কিচ্ছুক্ষণ থাকা প্রয়োজন তাহলে র্যাব দায়িত্ব পালন করবে।
কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে আজ মঙ্গলবার দুপুর ২টায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বেনজীর আহমেদ বলেন, এ দিন শহীদ মিনারে র্যাব পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। এ ছাড়াও সারা দেশে র্যাবের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।এ ছাড়াও শহীদ মিনারে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, সুইপিং ফোর্স, স্পেশাল স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে বলে জানান র্যাব ডিজি।
সুত্র:সকালের সময়
Leave a Reply