শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৯:৩৮ পূর্বাহ্ন
ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যায়ন বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র মোঃ রাসেল মোল্লার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুংখ প্রকাশ করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ মোঃ আবদুস সালাম।
এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক শোক বার্তায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের ছাত্র মোঃ রাসেল মোল্লার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুংখ প্রকাশ করেছেন। প্রেরিত শোক বার্তায় তিনি মরহুমের বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য যে, মোঃ রাসেল মোল্লাকে শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় বিষধর সাপে কামড়ায় এসময় তীব্র যন্ত্রণা হলে স্থানীয় ওঝার সাহায্যে বিষ নামানোর চেষ্ঠা করে ব্যর্থ হলে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে অবস্থার আরো অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রের্ফাড করা হয়। কুষ্টিয়া জেনারেল পাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরে তার মৃত্যু হয়। রাসেল মোল্লার গ্রামের বাড়ি শেখপাড়া বাজারের নিকটস্থ বোয়ালিয়া ইদগাহের কাছে। পরে রাতে মরহুমকে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply