মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে লাগাতার নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে রোববার সকালে যশোর স্টুডেন্টস কমিউনিটি ঢাকা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, নৈতিক অবক্ষয়ের কারণে দেশে ধর্ষণের সংস্কৃতি গড়ে উঠেছে। সারা দেশের ধারাবাহিক ধর্ষণের ঘটনার সঙ্গে কোনো না কোনো ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠী সম্পৃক্ত। ধর্ষণের বিচার ব্যবস্থা বিলম্ব হওয়ার কারণে বিগত বছর চেয়ে চলতি বছরে ধর্ষণ অনেক গুন বেড়ে গেছে। দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে পারলে ধর্ষণের ঘটনার লাগাম টেনে ধরা যাবে বলে মন্তব্য করেন বক্তরা।
Leave a Reply