বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:২৪ পূর্বাহ্ন
জয় ডেক্স: আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ফেনীর সাবেক জেলা জজ ফিরোজ আলম। এই অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
নিয়ম অনুযায়ী প্রটোকল না দিয়ে এক বিচারপতিকে অসম্মান করার দায়ে তাকে এই দণ্ড দিয়েছেন আদালত।
একই ঘটনায় ফেনী জেলা জজ আদালতের নাজির ও নায়েবে নাজিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল রাফি আহমেদ।
তিনি জানান, ফেনীর সাবেক জেলা জজের বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত মামলায় জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি ওবায়দুল হজসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্টে বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
একই সঙ্গে বিচারপতিদের সঙ্গে কী রকম আচরণ করতে সে বিষয়ে একটি নীতিমালা তৈরি করার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন আদালত।
সুত্র:সকালের সময়
Leave a Reply