শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশব্যাপী নারী ও শিশুর প্রতি অব্যাহত সহিংসতা হত্যা নির্যাতন ধর্ষণ ও গণধর্ষণ বন্ধ এবং অপরাধীদেও দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর ১নং উকিলবারের সামনে জেলা আইনজীবী সমিতি আয়োজন করেন মানববন্ধন পরে প্রেসক্লাবের সামনে নিপিড়ন বিরোধি ম যশোর ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ একই দাবিতে মানববন্ধন করেন।
এ সময় বক্তারা বলেন সারা দেশে সংঘটিত নারীর প্রতি অব্যাহত সহিংসতা নারী হত্যা নির্যাতন বন্ধে অবিলম্বে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জড়িতদের মৃত্যুদন্ড এবং তা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার দাবি করেন। একই সাথে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজের সামগ্রিক নিরাপত্তা বিধানে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
Leave a Reply