বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৫:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : ভাড়া দেওয়া প্রচার মাইক ভাংচুরের প্রতিবাদে এবং ব্যবসার নিরাপত্তার দাবিতে আজ বুধবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত দোকান বন্ধ রেখে ধর্মঘট, কর্মবিরতি, মানববন্ধন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে যশোর জেলা মাইক লাইট মালিক ও শ্রমিক কল্যাণ সমিতি।
গত ৫ অক্টোবর যশোরের বিভিন্ন স্থানে ৪ টি প্রচার মাইক ভাংচুর এবং লুট হওয়ার প্রতিবাদে
সকাল ১১ টায় যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কল্যাণ সমিতির সভাপতি গোলক চন্দ্র দত্ত। সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সমিতি নেতা মাসুদ পারভেজ মিঠু, দেলোয়ার হোসেন দুলু প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, আমরা ব্যবসা করি। সব রাজনৈতিক অরাজনৈতিক অনুষ্ঠানে মাইক ভাড়া দেই। কিন্তু গত ৫ অক্টোবর যশোর সদর উপজেলা নির্বাচনের প্রচারের জন্য ভাড়া দেওয়া আমাদের ৪ টি মাইক সেট দুর্বৃত্তরা ভাংচুর ও লুট করে। এমন পরিস্থিতিতে আমরা মাইকভাড়া দিতে আতঙ্কে থাকছি ও ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। এ অবস্থায় নিরাপদে ব্যবসা করতে নেতৃবৃন্দ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
Leave a Reply