সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৮:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোর শহরের মুজিব সড়কের একটি প্রাইভেট হাসপাতালের সামনে মাদকদ্রব্য সেবন করে জনসাধারনের বিরক্তি ও শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে আসাদুজ্জামান ওরফে রনিকে আটক করেছে পুলিশ। সে শহরের ষষ্টিতলা পাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টায় খবর পান মুজিব সড়কের পঙ্গু হাসপাতালের সামনে এক যুবক অবৈধভাবে মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্থ হয়ে জনসাধারনের বিরক্তি করছিল। এ সংবাদের ভিত্তিতে আসাদুজ্জামান রনিকে আটক করে। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে। চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে কোতয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করে। সোমবার দুপুরে রনিকে আদালতে সোপর্দ করে।
Leave a Reply