শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৭:৩৩ পূর্বাহ্ন
ওমর ফারুক,নওগাঁ জেলা প্রতিনিধিঃ- -নওগাঁর রাণীনগরে বড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আজ নওগাঁ-০৬ সংসদীয় আসনের আওয়ামিলীগের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হেলাল কে বিজয়ী করার লক্ষে বড়গাছা ইউনিয়ন পরিষদের হলরুমে বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের উপ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রবীন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নওগাঁ-০৬ সংসদীয় আসনের আওয়ামীলীগ ও শেখ হাসিনার মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল। তিনি বলেন-শেখ হাসিনা বৈষম্য দূরীকরণে বঙ্গবন্ধুর অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের প্রতিটি গ্রাম কে শহরে পরিণত করবেন এবং গ্রাম গুলো শহরে পরিণত করতে ইতিমধ্যে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন-শেখ হাসিনা খুব দ্রুত সময়ের মধ্যে এই ডেল্টা প্ল্যান গুলো বাস্তবায়ন করে জনগণের দোরগোড়ায় শেখ হাসিনা সরকারের সেবাগুলো পৌঁছে দেবে ইনশাল্লাহ্।
এছাড়াও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক,জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাছিম আহমেদ নাছিম, রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আরিফ রাঙ্গা, বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি প্রমুখ।
Leave a Reply