শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে যশোর পৌরসভার উদ্যোগে নানা পদক্ষেপ হাতে নিয়েছে। ধুয়ে মুছে পরিপাটি করা হচ্ছে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার। ইতোমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারকে দৃষ্টি নন্দন করতে ব্যাস্ত সময় কাটাচ্ছে পৌরসভার সদস্যরা। এদিকে যশোরের পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার প্রস্তুুতি নিয়েছে।
এ ব্যাপারে পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানান যশোরবাসীর ইচ্ছাপূরণ করতে ২০১৬ সালে পুরাতন মুক্তিযোদ্ধা ভবনের পাশে ত্রিকোন আঙ্গিনায় ১৪ শতক জমির ওপর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে যশোরের কেন্দ্রীয় শহীদ নির্মাণ করা হয়। ২০১৭ সাল থেকে কেন্দ্রীয় এই শহীদ মিনারে যশোরবাসী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু করে। এ শহীদ মিনারের বিভিন্ন স্থাপনার গায়ে লেখা হয়েছে বাংলা বর্ণমালার পাশাপাশি একুশের চেতনার কথামালা,লাইট বসানো ও দর্শনার্থীদের প্রবেশ গেট করার কাজ চলছে। ইতোমধ্যে শহীদ মিনার ও স্থাপনাগুলো রং করাসহ বেশ কয়েকটি কাজ সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply