বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৫:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোর সদরের একটি পল্লীতে এক শিশু শিক্ষার্থীকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে সজিব হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে। সে সদরের আমদাবাদ মঠবাড়ি দক্ষিণপাড়ার আজিজ মোড়লের ছেলে। শিক্ষার্থীর মা কোতয়ালি থানায় অভিযোগ করে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তার মেয়ে বাড়ির মধ্যে খেলা করছিলো। এ সময় সজিব তাকে ডেকে নেয়। এবং বাড়ির মধ্যে তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে। পরে তাকে ধষর্ণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার দেয়। আশেপাশের লোকজন এগিয়ে আসলে সজিব পালিয়ে যায়। পরে পুলিশ সজিবকে আটক করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
Leave a Reply