শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৫১ পূর্বাহ্ন
জয় ডেক্স: জিম্বাবুয়ের দুটি স্বর্ণের খনি থেকে ২৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। শনিবার ওই ২৪ জনের মৃতদেহের সঙ্গে আরও আটজনকে উদ্ধার করেছেন তারা। তবে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, খনি দুটির ভেতর আরও ডজন খানেক মানুষ আটকে পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
একটি বাঁধ ভেঙ্গে খনি দুটির ভেতর পানি ঢুকে গেলে অর্ধশতাধিক ব্যক্তি আটকা পড়ে।
জিম্বাবুয়ে ব্রডকাস্টিং করপোরেশনের খবরে বলা হয়, আটকে থাকা আটজন খনি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান শুরু হওয়ার এখন পর্যন্ত ২৪ জনের মৃতদেহ বের করে আনা হয়েছে।
পরিত্যক্ত ওই খনি দুটি জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে কাদোমা শহরের কাছে অবস্থিত।
খবরে বলা হয়েছে, উদ্ধার করা ব্যক্তিদের খনির বাইরে চিকিৎসা দেয়ার পর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল আছে বলে জানা হয়েছে।
টেলিভিশনের ফুটজে দেখা গেছে, কাদায় মাখামাখি পোশাক পরা কিছু ব্যক্তিকে অস্থায়ী ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে টুইটারে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, উদ্ধার হওয়া একজন ব্যক্তি সাংবাদিকদের বলেন পানি ঘাড় পর্যন্ত উঠে গিয়েছিল। ফলে বেশ কয়েকদিন আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে।
শুক্রবার জিম্বাবুয়ের সরকার জানায়, ৬০ থেকে ৭০ জন খনিশ্রমিক দুটি খনিতে আটকা পড়েছে।
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া এ ঘটনাকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে ঘোষণা করেছেন।
সুত্র:সকালের সময়
Leave a Reply