মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৪:৪৭ পূর্বাহ্ন
আমরা ভদ্রলোক
হারুন অর রশীদ
পেশার টাকা লুট করে,
ধণী হোলাম লুট করে
দামি দামি সু পরে,
চশমা দিয়ে ঢাকি চোখ
আমি বেজায় ভদ্রলোক,
উপর তালায় ফিস দিয়ে
তরকারিতে বিষ দিয়ে
গান গাইছি শিষ দিয়ে
যতই বলো সত্য লোক
আমি বেজায় ভদ্রলোক
ঘুষের টাকায় দই কিনে
ডনজের সমান কৈ কিনে
আকাশ ধরার মই কিনে
জীবণটাকে করছি ভোগ
আজ তাই আমি ভদ্রলোক।
Leave a Reply