মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:০৮ পূর্বাহ্ন
আমি দেখেছি
আবিদুর রেজা খান
আমি দেখেছি তোমরাও দেখেছ
রক্ত জবা নয়তো রক্ত গোলাপ হাতে নিয়ে
প্রভাত ফেরীতে যোগ দিতে।
আমি শুনেছি তোমরাও শুনেছ
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী
আমি কী ভুলিতে পারি।
আমি লিখেছি তোমরাও লিখেছ
একুশ আমার অহংকার
একুশ আমার গর্ব
আমি ভুলবো না তোমরাও ভুলও না
রফিক-শফিক-সালাম-বরকত,
নাম না জানা হাজার মানুষের নাম।
আমি সালাম জানাই তোমরাও সালাম জানাও
সেই শহীদের প্রতি
যাদের রক্তে ভেজা অ-আ-ক-খ।
Leave a Reply