বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর মাগুরা সড়কের বাহাদুর পুর সংলগ্ন এলাকায় সড়ক র্দুঘটনায় হাসমত আলি বিশ্বাস(৪৫) নামের এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। সে সদরের মালঞ্জি গ্রামের মৃত মুনছুর আলি বিশ্বাস ছেলে। এ সময় চালক কার্ভাভ্যান যার নাম্বও ঢাকা মোট্রো (ট-২০৭৯২৬) ফেলে পালিয়ে যায। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কার্ভাভ্যানটি আটক করে।
স্থানীয়রা জানায় রোববার সকালে হাসমত আলি বিশ্বাস সাইকেল যোগে বাড়ী থেকে বাহাদুর পুর কাজের সাইডে যাওয়ার জন্যে রওনা হয়। রোববার সকাল ৯টার দিকে যশোর মাগুরা সড়কের বাহাদুর পুর সংলগ্ন এলাকায় পৌছালে মাগুরা গামী একটি এম কে কার্ভাভ্যান নিয়ন্ত্রয়ন হারিয়ে হাসমত আলি বিশ্বাসকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
এস আই সোবহান শরিফ জানান স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমি ঘটনা স্থরে যায়। পরে হাসমত আলি বিশ্বাসের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করি। এ সময় ঘাতক কার্ভাভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়েছে। চালক পালিয়ে গেছে।
তিনি আরও জানায় স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রাকটি আগুনে পুড়িয়ে দেওয়া চেস্টা করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Leave a Reply