মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর চৌগাছা ফুলসারা ইউনিয়নের
ওয়ার্ড যুবলীগ যুগ্ন-সম্পাদক আব্দুল বারিক (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ওই ইউনিয়নের চারাবাড়ী গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ সময় আহত হয়েছে তারই ভাই আনিছুর রহমান (৪০)।স্থানয়ীরা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেয়। পরে থানা পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্যে লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
স্থানয়ীরা জানায় রোববার সকালে আধ্যিপত্য বিস্তার ও দলীয় ক্রোন্দলের জের ধরে একই এলাকার এক এলাকার সন্ত্রাসীরা আব্দুল রাব্বীর বাড়ীর পাশে ধারালো অন্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় স্থানয়ীরা তাকে উদ্ধার করে চৌগাছা স্ব্যাস্থ কম্পলেক্স নেয়।
নিহতের ভাই আবুল বাশার জানান,আব্দুল বারিক ও আনিছুর রহমান নিজেদের একটি পুকুরে মাছ ধরছিলেন। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে আনা হয়।
ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান পান্নু জানান,আওয়ামী লীগের অপর এক গ্রুপের চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী তাদের উপর হামলা করে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারিককে মৃত ঘোষণা করেন এবং তার ভাই আনিছুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেছেন।
চৌগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুরাইয়া পারভীন জানান হাসপাতালে আনার আগেই আব্দুল বারিকের মৃত্যু ঘটেছে।আর আনিছুর রহমানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। তবে নিহত ও আহতর শরীরের একাধিক স্থানে কোপের চিহ্ন রয়েছে।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলাম বলেন, নিহত ও হামলাকারীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তা মেটেনি। তারই জের ধরে সকালে নান্নু, জুলু, আরিফসহ কয়েকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনার সাথে জড়িতদের আটক করার জন্যে পুলিশ অভিযান শুরু করেছে।
Leave a Reply