বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৬:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পূর্ব শত্রুতার কারনে সদর উপজেলার ঝুমঝুমপুর স্কুল মোড় সেগুন বাগানের কাছে চিহ্নিত সন্ত্রাসীরা এক যুবককে গতিরোধ করে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট পূর্বক নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে,সদর উপজেলার ঝুমঝুমপুর স্কুল মোড়ের আব্দুর রশিদের ও পালিত পিতা মাসুদের ছেলে রকি,ঝুমঝুমপুর বশির বাঁশতলা এলাকার হাসান আলীর ছেলে স¤্রাটসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া মালোপাড়ার মৃত আলী হোসাইন সাহেবের ছেলে আমিনুল হক সোমবার গভীর রাতে কোতয়ালি মডেল থানায় আসামীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তিনি মামলায় বলেছেন,তার ভাই ইমদাদুল হক (২১) এর সাথে উক্ত আসামীদের পূর্ব শত্রুতা ছিল। সোমবার ২৮ সেপ্টেম্বর রাত ৯ টায় ইমদাদুল হক সুলতানপুর এলাকার তার মুরগীর খাবার দেখতে যাওয়ার সময় রাত ৯ টায় ঝুমঝুমপুর স্কুল মোড় সেগুন বাগান ইটের সলিংয়ের উপর পৌছালে উক্ত আসামীরা তার গতিরোধ করে। তাকে মারপিট করে কাছে থাকা নগদ ৩৫ হাজার ৪শ’ টাকা ও ১৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ইমদাদুল হকের চিৎকারে স্থানীয় লোকজন টের পেয়ে এগিয়ে গেলে দূবৃর্ত্তরা পালিয়ে যায়। ইমদাদুল হককে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply