শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ন
জয় ডেক্স: ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাস আজ সকালে কলকাতা গেছেন। হঠাৎ কেন কলকাতা গেলেন অপু? কারণই বা কী। এর সূত্র ধরেই কথা হয় অপু বিশ্বাসের সঙ্গে। তিনি জানিয়েছেন, তার কলকাতা গমনের উদ্দেশ্য।
অপু বিশ্বাস বলেন, ‘কলকাতায় গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানে আমার রাজনীতি ছবিটি প্রদর্শিত হবে। এ ছাড়া কলকাতায় নতুন কয়েকটি প্রজেক্টে কাজ করার বিষয়ে মিটিং রয়েছে। এই হলো কলকাতা যাওয়ার কারণ। এরপর ১৯ ফেব্রুয়ারি ঢাকায় ফিরব।’
অপু বিশ্বাস বর্তমানে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর বাইরে কলকাতায় সুধীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ ছবিতে কাজ করেছেন।গত বছর ঈদে অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’, এ বছর ঈদে ‘পাঙ্কুজামাই’ নামে দুটি ছবি মুক্তি পায়। এরপর এখন পর্যন্ত অপুর নতুন কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।
সুত্র:সকালের সময়
Leave a Reply