সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৫ অপরাহ্ন
মেসবা উর রহমান::সাতটি জিনিস সাদকায়ে জারিয়া যা মৃত্যুর পরও তার আমল নামায় যুক্ত হবে।(১)এমন দ্বীনী ইলম যা সে অন্যকে শিক্ষা দিয়েছে এবংপ্রচার করেছে (২)তার রেখে যাওয়া নেককার সন্তান (৩)কুরআন যা সে তার ওয়ারিশদের জন্য রেখে গেছে(৪)মসজিদ যা সে নির্মাণ করেছে (৫)মুসাফির খানা যা সে পথিক মুসাফিরদের জন্যনির্মাণ করেছে(৬)পুকুর যা পানির নহর যা সে খনন করেছে(৭)দান খয়রাত যা জীবদ্দশায় ও সুস্হাবস্হায় তার ধন সম্পদ থেকে দান করেছে।
Leave a Reply