বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৬:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: উপশহর গাবতলা এলাকার রুপম এন্টার প্রাইজের অফিস রুম থেকে নগদ ৭০ হাজার টাকা ২০ হাজার টাকা মূল্যের টিভি চুরি করার অভিযোগে রিপন হোসেন নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার সারথী বস্তির আকবার হোসেনের ছেলে। সে গ্রেফতার হওয়ার পর তার সাথে কারা জড়িত তাদের নাম প্রকাশ করে দিয়েছে। তার সহযোগীরা হচ্ছে, পলাতক সদর উপজেলার বিরামপুর ভাটপাড়া (বিল্লাল এর বাড়ীর ভাড়াটিয়া) মকবুল হোসেনের ছেলে সবুজ, নতুন উপশহর ১ নং সেক্টর (সরকারী জায়গায় ঘর তৈরী করে বসবাসকারী আকবার আলী খাঁর ছেলে ইমরান হোসেন ওরফে সুজন ওরফে রোকন ও ৫ নং সেক্টও নতুন উপশহর এলাকার মিন্টুর স্ত্রী ও হোসেন মিয়ার মেয়ে মোছাঃ রিনা বেগমসহ অজ্ঞাত৩/৪জন।
মীর মোকারম হোসেনের ছেলে মীর হাদিউজ্জামান চিমা বাদী হয়ে রোববার ২৭ সেপ্টেম্বর সকালে কোতয়ালি থানায় গ্রেফতারকৃত ও তাদের সহযোগী পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় উল্লেখ করেন, গত ২৪ সেপ্টেম্বর রাত ১০টা ৫৫ মিনিটে তার প্রতিষ্ঠানের অফিস কক্ষ বন্ধ করে বাড়িতে চলে যায়। ২৫ সেপ্টেম্বর সকাল ৯ টা ৫৫ মিনিটে প্রতিষ্ঠানের অফিস কক্ষে ঢুকে দেখেন প্রতিষ্ঠানের পিছনে এসি রাখা স্থান ভাঙ্গা। সেখান থেকে প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে নগদ ৭০ হাজার টাকা ও ২০ হাজার মূল্যের টিভি নাই। পরে তিনি বিষয়টি উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল মালেককে জানায়। সাইফুল মালেক গোপন সূত্রে খবর পেয়ে রিপন হোসেনকে খোঁজ করতে থাকে। সে রিপন হোসেনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায় টিভি উদ্ধার করে। রিপন হোসেন পুলিশকে তার সাথে কারা জড়িত তা প্রকাশ করেন। রোববার ২৭ সেপ্টেম্বর দুপুরে রিপন হোসেনকে আদালতে সোপর্দ করে। পুলিশ জানায় উক্ত চুরি মামলার পলাতক আসামী ইমরান হোসেন সুজন ওরফে রোকনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকসহ চারটি মামলা রয়েছে।
Leave a Reply